২৮ জুলাই ২০২৫, ০৮:১৭ এ.এম

নায়ক জসিমের ছেলে ব্যান্ডশিল্পী রাতুল আর নেই

নায়ক জসিমের ছেলে ব্যান্ডশিল্পী রাতুল আর নেই

দেশের আলোচিত ব্যান্ড ‘ওইনড’-এর লিড ভোকালিস্ট ও বেজিস্ট এ কে রাতুল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দেশের একাধিক ব্যান্ড সংগীতশিল্পী। জনপ্রিয় এই ব্যান্ডশিল্পী ছিলেন রূপালি পর্দার কিংবদন্তি নায়ক জসীমের মেঝ ছেলে। বাবাকে শৈশবে হারিয়ে মা নাসরিনের কাছে বড় হন রাহুল, রাতুল ও সামী।

নায়ক জসীমের এই তিন সন্তানই বাবার পথ ধরে চলচ্চিত্র জগতে না গিয়ে বেছে নিয়েছেন সংগীতকে। তারা সকলে যুক্ত রয়েছেন ব্যান্ডসংগীতের সঙ্গে।

এ কে রাতুলের অকাল প্রয়াণে দেশের ব্যান্ডসংগীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য সহশিল্পী ও ভক্ত তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শোকবার্তা প্রকাশ করেছেন এবং স্মরণ করছেন তার সৃষ্টিশীল অবদানকে।