শনিবার ১৭, জানুয়ারি ২০২৬

শনিবার ১৭, জানুয়ারি ২০২৬ -- : -- --

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:৫৯ পিএম

জুলাই বিপ্লবী ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে ব্যর্থতা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ অবরোধ করেছে জাতীয় ছাত্রশক্তি।

সোমবার দুপুর থেকে সংগঠনটির নেতাকর্মীরা শাহবাগে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি শুরু করে। এর ফলে শাহবাগ ও আশপাশের এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

অন্যদিকে, ২৪ জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় শ্যুটারকে এখনো গ্রেপ্তার করতে না পারাকে সরকারের চরম ব্যর্থতা হিসেবে আখ্যায়িত করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। সংগঠনটি এ ঘটনার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায়ী করে তাঁর পদত্যাগের দাবি জানিয়েছে।

Link copied!
Development by বিডি আইটি এজেন্সি