শুক্রবার ১৬, জানুয়ারি ২০২৬

শুক্রবার ১৬, জানুয়ারি ২০২৬ -- : -- --

২৪ ঘণ্টার মধ্যে প্রচার সামগ্রী সরানোর নির্দেশ জামায়াত আমীরের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৫, ১১:৫৮ এএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দলীয় নেতাকর্মীদের উদ্দেশে নতুন নির্দেশনা প্রদান করেছেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ৭টায় তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন যে গত বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তিনি এ ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, ঘোষিত নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় যৌক্তিক সহযোগিতা দিতে তারা প্রস্তুত।

পোস্টে আরও বলা হয়, ঘোষিত আরপিও অনুযায়ী আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের সব পর্যায়ের নেতাকর্মীদের বিভিন্ন প্রচার সামগ্রী নিজ উদ্যোগে অপসারণ করতে হবে—এই নির্দেশনাও তিনি দেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তপশিল ঘোষণা করা হয়। তপশিল অনুযায়ী আগামী বছরের ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Link copied!
Development by বিডি আইটি এজেন্সি