২৭ অক্টোবর ২০২৫, ১০:৫৬ এ.এম

গুলশান কার্যালয়ের সামনে জয় বাংলা স্লোগান দিলেন বিএনপি নেতা

গুলশান কার্যালয়ের সামনে জয় বাংলা স্লোগান দিলেন বিএনপি নেতা

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে অপ্রত্যাশিতভাবে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আলোচনায় এসেছেন কুমিল্লার লাকসাম পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়েছে এবং রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি করেছে ব্যাপক প্রতিক্রিয়া।

জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় শিল্পবিষয়ক সম্পাদক ও কুমিল্লা-৯ আসনের সম্ভাব্য সংসদ প্রার্থী আবুল কালামের সমর্থনে গোলাম ফারুকসহ শত শত নেতাকর্মী শনিবার (২৬ অক্টোবর) বিকেলে গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সমবেত হন। ওই সময় ভার্চুয়ালি কুমিল্লা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করছিলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

১৬ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, ফারুক বক্তব্য দিতে গিয়ে বলেন,

“কুমিল্লার লাকসাম থেকে আবুল কালামের নেতৃত্বে আমরা হাজার হাজার নেতাকর্মী গুলশান কার্যালয়ে হাজির হয়েছি। আবুল কালামকে ধানের শীষ উপহার দিলে নেতাকর্মীরা নিরাপদ থাকবে। তারেক রহমানের হাতেই বাংলাদেশ নিরাপদ থাকবে। জয় বাংলা, জয়, জয় হোক।”

বিএনপি নেতার মুখে ‘জয় বাংলা’ স্লোগান শুনে অনেকেই বিস্মিত হন। এ বিষয়ে লাকসামের এক বিএনপি নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “ফারুক দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের প্রভাবশালী কিছু নেতার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখেন। সম্ভবত সেই অভ্যাস থেকেই স্লোগানটি তার মুখে চলে এসেছে।”

এ প্রসঙ্গে গোলাম ফারুক নিজেই বলেছেন,

“আমি হঠাৎ করে সাংবাদিকদের সামনে বক্তব্য দিচ্ছিলাম। কোনো প্রস্তুতি ছিল না। কীভাবে যে মুখ দিয়ে ‘জয় বাংলা’ বের হয়ে গেল, নিজেও বুঝতে পারিনি। এখন বিষয়টি নিয়ে আমি খুব বিব্রত।”

ঘটনাটি নিয়ে স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ে নানা আলোচনা চলছে। অনেকেই একে রাজনৈতিক বিভ্রান্তি বা অসাবধানতার ফল হিসেবে দেখছেন।