গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে নয়, জানুয়ারিতেই অনুষ্ঠিত হওয়া উচিত। তার মতে, নির্বাচন যত দ্রুত হবে, ততই দেশের জন্য কল্যাণকর হবে।
রোববার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নুরুল হক নুর বলেন, নির্বাচন শান্তিপূর্ণ হবে নাকি সংঘাতমুখর— তা শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নয়, রাজনৈতিক দলগুলোর আচরণের ওপরও নির্ভর করবে। তিনি অভিযোগ করে বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে।
তিনি আরও বলেন, সময়মতো নির্বাচন না হলে দেশের রাজনীতিতে আবারও অস্থিরতার কালো মেঘ জমে উঠতে পারে।
২০২১ সালের ২৬ অক্টোবর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে গণঅধিকার পরিষদ। ২০১৮ সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্বদানকারীরাই পরবর্তীতে এই দলটি গড়ে তোলেন।
গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয় স্বার্থ— এই চার মূলনীতিকে সামনে রেখে প্রতিষ্ঠিত দলটির স্লোগান: জনতার অধিকার, আমাদের অঙ্গীকার।