২১ অক্টোবর ২০২৫, ০৮:০০ পি.এম

ভারতের সঙ্গে ১০টি চুক্তি বাতিলের তালিকা ভুল: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের সঙ্গে ১০টি চুক্তি বাতিলের তালিকা ভুল: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের সঙ্গে ১০টি চুক্তি বাতিল করা হয়েছে—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি তালিকা ঘুরে বেড়ালেও সেটি সঠিক নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “যে তালিকাটা এসেছে, সেটি কোনও একজন প্রচার করেছেন এবং সম্ভবত একজন উপদেষ্টা তা রিটুইট করেছেন। তালিকার তথ্যগুলো সঠিক নয়। এর বেশিরভাগ চুক্তিই বাস্তবে অস্তিত্বহীন।”

তিনি আরও জানান, ভারতের সঙ্গে করা একটি চুক্তি আগেই বাতিল হয়েছে। আর তালিকায় থাকা অন্য কিছু চুক্তি ভিন্ন নামে বা বিবরণে বিদ্যমান রয়েছে, যেগুলোর কিছু এখনো পর্যালোচনার বিভিন্ন পর্যায়ে আছে।

এর আগে, সোমবার (২০ অক্টোবর) স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে লেখেন, “অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পরই চুক্তিগুলো নিয়ে আলোচনা শুরু হয় এবং যথাযথ পর্যালোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেয়া হয়।” পোস্টের সঙ্গে একটি তালিকাও যুক্ত করা হয়, যার শিরোনামে বলা হয়, “হাসিনা সরকারের আমলে ভারতের সাথে করা ১০ চুক্তি বাতিল, বাকিগুলোও বিবেচনাধীন।”

তবে পররাষ্ট্র উপদেষ্টার মতে, সেই তালিকার তথ্য বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।