চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে ঢাকা শিক্ষা বোর্ডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির ফলাফল ঘোষণা করেন।
এ বছর গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ, যা গত বছরের ৭৭.৭৮ শতাংশের তুলনায় অনেক কম।
মোট পরীক্ষার্থী: ১২,৫১,১১১ জন (১১টি শিক্ষা বোর্ডের অধীনে)
সাধারণ ৯ বোর্ডে: ১০,৫৫,৩৯৮ জন (গত বছরের তুলনায় কমেছে ৭২,৮৮৩ জন)
মাদ্রাসা বোর্ড (আলিম): ৮৬,১০২ জন (কমেছে ১,৯৭৪ জন)
কারিগরি বোর্ড: ১,০৯,৬১১ জন (কমেছে ৭,০২৫ জন)
এই শিক্ষার্থীরা দেশের ৪,৮০৮টি প্রতিষ্ঠানের মাধ্যমে ১৬০৫টি কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন।
লিখিত পরীক্ষা: শুরু ২৬ জুন, শেষ ১৯ আগস্ট
ব্যবহারিক পরীক্ষা: ২১-৩১ আগস্ট
যেভাবে ফলাফল জানা যাবে
ওয়েবসাইট: www.educationboardresults.gov.bd
→ রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ব্যক্তিগত ফলাফল দেখা যাবে।
ঢাকা বোর্ডের ওয়েবসাইট: www.dhakaeducationboard.gov.bd
→ প্রতিষ্ঠানের EIIN দিয়ে প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল ডাউনলোড করা যাবে।
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে:
[বোর্ডের ইংরেজি কোড] [রোল নম্বর] [পাসের সাল] পাঠান ১৬২২২ নম্বরে।
উদাহরণ:
DHA 123456 2025 → পাঠাতে হবে ১৬২২২ নম্বরে
বোর্ড কোড:
ঢাকা: DHA
রাজশাহী: RAJ
মাদ্রাসা: MAD
(অন্যান্য বোর্ডের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য)