২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১১ পি.এম

জামায়াতে ইসলামীর লোগো পরিবর্তন, বাদ দেওয়া হয়েছে আল্লাহ্ নামটি

জামায়াতে ইসলামীর লোগো পরিবর্তন, বাদ দেওয়া হয়েছে আল্লাহ্ নামটি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলীয় লোগোতে পরিবর্তন দেখা গেছে। সেখানে দেখা যায়, পূর্বের লোগো থেকে আরবিতে লেখা ‘আল্লাহ্’ ও ‘আকিমুদ দ্বীন’ (অর্থাৎ ‘দ্বীন প্রতিষ্ঠা’) শব্দগুলো বাদ দেওয়া হয়েছে।

গত বছরের ৫ আগস্ট অভ্যুত্থানের পর থেকে জামায়াতে ইসলাম নতুনভাবে দল সাজাতে শুরু করে। একই সঙ্গে মাঠের কাজেও নতুনত্ব আনা হয়। দলের অভ্যন্তরে নানা আলোচনা হয় লোগো ও পতাকার পরিবর্তন নিয়ে। এই আলোচনার প্রাথমিক ধাপে নতুন লোগো ও পতাকা ব্যবহার শুরু করেছেন দলের আমির ডা. শফিকুর রহমান।

রাজধানীর বসুন্ধরায় ডা. শফিকুর রহমানের বাসায় গেস্ট রুম নতুন লোগো দিয়ে সাজানো হয়েছে। নতুন লোগো ও পতাকা নিয়ে তিনি একাধিক কূটনীতিকের সঙ্গেও বৈঠক করেছেন।

দলীয় লোগো ও পতাকায় যে পরিবর্তন দেখা গেছে:

জামায়াতে ইসলামীর লোগোতে মূল আকার অক্ষুণ্ণ রেখে ‘আল্লাহ’ ও মিনারের পরিবর্তে বই, কলম ও উদীয়মান সূর্য যুক্ত করা হয়েছে। লোগোর নিচে বাংলা ও আরবিতে ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ লেখা হয়েছে। পতাকায় সাদা রঙের বদলে সবুজ রঙের পতাকা ব্যবহার করা হচ্ছে, যার মাঝে নতুন লোগো স্থাপিত হয়েছে।

এর আগে ২০০৮ সালে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের সময় ‘জামায়াতে ইসলামী বাংলাদেশ’ থেকে নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ করা হয়। ২০১৬ সালে লোগো পরিবর্তনের গুঞ্জন ওঠলেও তা বাস্তবায়িত হয়নি। ২০০৮ সালের নাম পরিবর্তনের প্রায় ১৭ বছর পর দলীয় লোগো ও পতাকায় এই প্রথম বড় পরিবর্তন আনা হচ্ছে।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “নতুন বাংলাদেশ তৈরির যে চিন্তা জামায়াতে ইসলামী করছে, তার ধারাবাহিকতায় দলের লোগো ও পতাকায় পরিবর্তন।”

অন্যদিকে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, “লোগো ও পতাকায় পরিবর্তন করা হচ্ছে। এখনও আলোচনা চলছে। আমিরের বাসায় যেটি দেখা যাচ্ছে তা পরীক্ষামূলকভাবে লাগানো হয়েছে। নতুন লোগো ও পতাকা ঠিক হলে আমরা সবাইকে জানিয়ে দেবো।”