পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুরে দুর্গাপূজায় এ বছর এক ব্যতিক্রমী সাম্প্রদায়িক থিম ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। জেলার দুটি পূজামণ্ডপে অসুরদের মুখাবয়ব তৈরি করা হয়েছে আন্তর্জাতিক ব্যক্তিত্ব বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদলে।
থিমের ব্যাখ্যায় উদ্যোক্তারা বলছেন, “বিষয়টিকে দেশের শত্রুদের বিনাশের প্রতীকী উপস্থাপনা হিসাবেই তারা দেখছেন।” তবে অনেকেই একে ঘৃণ্য সাম্প্রদায়িকতা, কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন ও অবমাননাকর উপস্থাপনা বলেই মনে করছেন।
বহরমপুরের খাগড়া সাধক নরেন্দ্র স্মৃতি সংঘের মণ্ডপে দেবী দুর্গার পায়ের নিচে যে অসুরের প্রতিমা বসানো হয়েছে, তার মুখাবয়ব তৈরি করা হয়েছে ড. মুহাম্মদ ইউনূসের আদলে। পাশাপাশি, দেবীর হাতে থাকা একটি কাটা নরমুণ্ডে ফুটে উঠেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের মুখচ্ছবি।
পূজা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের থিমের নাম ‘দহন’। তাঁদের দাবি, “দেশের শত্রুদের বিনাশের প্রতীকী উপস্থাপনাই তাদের মূল উদ্দেশ্য।”
একই জেলার খাগড়া শ্মশানঘাট দুর্গাপূজা কমিটির মণ্ডপে মহিষাসুরের প্রতিমায় দেখা যাচ্ছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখাবয়ব। সোনালি চুল, ফর্সা গায়ের রঙ এবং ট্রাম্পসুলভ মুখাবয়বে গঠিত এই অসুর প্রতিমাটি তৈরি করেছেন শিল্পী অসীম পাল। এটি পূজা কমিটির ৫৯তম বর্ষের আয়োজন।
পূজা উদ্যোক্তারা বলেন, “বিশ্বাসঘাতকতা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই তাকে মহিষাসুরের রূপ দেওয়া হয়েছে।”
তাদের ভাষ্য, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ডোনাল্ড ট্রাম্পকে বন্ধু এবং বৈদেশিক নীতিতে যোগ্য পার্টনার বলেই মনে করেছেন। অথচ ট্রাম্পের কাজকর্ম ভারতে নেতিবাচক প্রভাব ফেলছে। সেই থেকে তার প্রতি বিরূপ মনোভাবই মহিষাসুরের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে।”
তৃতীয়া থেকেই প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী ভিড় করছেন এই মণ্ডপগুলোতে। প্রতিমার ব্যতিক্রমী রূপ ও সাহসী থিম অনেকের নজর কেড়েছে, তবে বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক শিষ্টাচার প্রশ্নেও বিতর্ক তৈরি করেছে।
পশ্চিমবঙ্গে ঘৃণ্য সাম্প্রদায়িক এ ধরনের উপস্থাপনা নতুন নয়। ২০২২ সালে কলকাতার কসবায় কট্টর হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু মহাসভার দুর্গাপূজায় অসুরের মুখ তৈরি করা হয়েছিল অবিকল মহাত্মা গান্ধীর আদলে, যা দেশজুড়ে ব্যাপক নিন্দা ও ক্ষোভের জন্ম দিয়েছিল।