এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ডাকসুর কেন্দ্রীয় সংসদের ২৮টি এবং হল সংসদের ১৩টি পদে ভোট দেন শিক্ষার্থীরা।
ভোট শেষে প্রাপ্ত তথ্যে দেখা যায়, বিভিন্ন হলে গড়ে ৬৩ শতাংশ থেকে ৮৮ শতাংশ পর্যন্ত ভোট কাস্ট হয়েছে। এর মধ্যে সূর্যসেন হলে সর্বোচ্চ ৮৮ শতাংশ এবং শামসুন নাহার হলে সর্বনিম্ন ৬৩.৬৭ শতাংশ ভোট পড়েছে।
হলে হলে ভোট প্রদানের হার:
ড. মুহম্মদ শহীদুল্লাহ হল: ৮০.২৪%
অমর একুশে হল: ৮৩.৩০%
ফজলুল হক মুসলিম হল: ৮১.৪৩%
জগন্নাথ হল: ৮২.৪৪%
শহীদ সার্জেন্ট জহুরুল হক হল: ৮৪.৫৬%
সলিমুল্লাহ মুসলিম হল: ৮৩%
রোকেয়া হল: ৬৫.৫০%
বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল: ৬৮.৩৯%
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল: ৬৭.০৮%
স্যার এ এফ রহমান হল: ৮২.৫০%
হাজী মুহম্মদ মুহসীন হল: ৮৩.৩৭%
বিজয় একাত্তর হল: ৮৫.০২%
সূর্যসেন হল: ৮৮%
মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল: ৭৫%
শেখ মুজিবুর রহমান হল: ৮৭%
কবি জসীম উদ্দীন হল: ৮৬%
কবি সুফিয়া কামাল হল: ৬৪%
শামসুন নাহার হল: ৬৩.৬৭%