৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩১ এ.এম

টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা-ভাঙচুর

টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা-ভাঙচুর

টঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাড়িতে মুখোশধারী দুর্বৃত্তরা হামলা ও ভাঙচুর চালিয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল শহরের আকুরটাকুর পাড়ার নিজ বাসভবনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা এসময় কাদের সিদ্দিকীর দুটি গাড়ি ও বাড়ির জানালা ভাঙচুর করে। ঘটনার সময় তিনি নিজ বাড়িতেই অবস্থান করছিলেন।

বাড়ির কর্মচারীদের ভাষ্য, মধ্যরাতে ১০ থেকে ১৫ জন মুখোশধারী হেলমেট পরা অবস্থায় বাড়ির সামনে আসে। মূল ফটক বন্ধ থাকায় কয়েকজন মই বেয়ে ভেতরে প্রবেশ করে। তাদের কাছে দেশীয় অস্ত্র ছিল। প্রথমে তারা বাড়ির জেনারেটর থেকে অকটেন তেল বের করে এবং সঙ্গে আনা তেলও ব্যবহার করে। এরপর দুটি গাড়ি ভাঙচুর করে। চিৎকার শুনে বাড়ির লোকজন এগিয়ে এলে তারা মই দিয়ে বাইরে বের হয়ে যায় এবং বাইরে থেকে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে জানালা ভেঙে যায়।

গাড়িচালক মো. লিটন জাগো নিউজকে বলেন, “গেট বন্ধ থাকায় ৩ জন মুখোশধারী মই দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে গাড়ি ভাঙচুর করে। তারা পেট্রোল ব্যবহার করে গাড়িগুলো পুড়িয়ে দিতে চেয়েছিল। বাইরে যারা ছিল তারা প্রচুর ইটপাটকেল নিক্ষেপ করে।”

এ বিষয়ে টাঙ্গাইল সদর মডেল থানার ওসি তানভীর আহমেদ জাগো নিউজকে বলেন, “রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশ যাওয়ার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। কে বা কারা এমন ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। তবে দোষীদের শনাক্তে পুলিশ কাজ করছে।”

এ ঘটনায় দুপুর ১২টায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী।