৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৩ এ.এম

বিজয়নগরে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা: দুই যুবক গুলিবিদ্ধ

বিজয়নগরে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা: দুই যুবক গুলিবিদ্ধ

রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় দুই যুবক গুলিবিদ্ধ হয়েছেন। রাত পৌনে ৯টার দিকে ঘটনার সময় রাহুল (২২) ও মনির (২৫) আহত হন।

পুলিশ জানায়, কার্যালয় ভাঙচুরের চেষ্টা চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে তাদের গুলি লাগে। আহতদের মধ্যে রাহুলকে ঢামেক হাসপাতালের ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে, আর মনির প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

এ ঘটনায় পুলিশ তদন্ত করছে বলে জানা গেছে।