বঙ্গোপসাগরে মাছ ধরার পর ফেরার পথে আবারও জেলেদের আটকের ঘটনা ঘটেছে। এবার নাইক্ষ্যংদিয়া নামের এলাকা থেকে ১২ জন জেলেসহ একটি ট্রলার ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মি।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধীনস্থ শাহপরীরদ্বীপ বিওপির আওতাধীন এলাকায়, বিআরএম-৩ নাম্বার সীমান্ত চিহ্ন থেকে প্রায় ৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে মিয়ানমারের জলসীমার ভেতরে এ ঘটনা ঘটে। জানা গেছে, আটক ট্রলারটি শাহপরীরদ্বীপের ডেইলপাড়া এলাকার স্থানীয় জেলে সুলতান মাঝির মালিকানাধীন।
আটক হওয়া জেলেরা হলেন— মো. আলি আহমদ (৩৯), মোহাম্মদ আমিন (৩৪), ফজল করিম (৫২), কেফায়েত উল্লাহ (৪০), সাইফুল ইসলাম (২৩), সাদ্দাম হোসেন (৪০), মো. রাসেল (২৩), মো. সোয়াইব (২২), আরিফ উল্লাহ (৩৫), মোহাম্মদ মোস্তাক (৩৫) ও নুরুল আমিন (৪৫)। তারা সবাই শাহপরীরদ্বীপের বিভিন্ন গ্রামের বাসিন্দা, তবে একজনের বাড়ি বালুখালী এলাকায়।
শাহপরীরদ্বীপ জেটিঘাট বোট মালিক সমিতির সভাপতি আব্দুল গফুর বলেন, “বঙ্গোপসাগর থেকে মাছ শিকার করে ফেরার পথে শাহপরীরদ্বীপের দক্ষিণে নাইক্ষ্যংদিয়া নামক মিয়ানমার জলসীমানা দিয়ে আসার পথে আরাকান আর্মি দু’টি স্পিডবোট যোগে এসে ১২ জন মাঝিমাল্লাহসহ একটি মাছ ধরার ট্রলার আটক করার বিষয়টি জানিয়েছেন মাছ শিকার করে ঘাটে ফিরে আসা জেলেরা।”
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানান, “নৌকাসহ ১২ জেলে আটক হওয়ার বিষয়টি শুনেছি। এ বিষয়ে আমরা সবাই কাজ করছি, যাতে জেলেদের দ্রুত ফেরত আনা সক্ষম হয়।”
উল্লেখ্য, এর আগে চলতি মাসের ৫ আগস্ট নাফনদীর নাজিরপাড়া সীমান্ত থেকে মাছ ধরতে গিয়ে দুই জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। সর্বশেষ ১২ আগস্টও একইভাবে পাঁচজন জেলেকে ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে।