১৭ আগস্ট ২০২৫, ০৯:৩১ পি.এম

মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দীন সাথী গ্রেফতার

মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দীন সাথী গ্রেফতার

ঢাকার গুলশান এলাকায় অভিযান চালিয়ে বেসরকারি টেলিভিশন মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দীন সাথীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার (১৭ আগস্ট) রাতে তাকে আটক করা হয়।

ডিবির দক্ষিণ বিভাগের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলার আসামি নাসির উদ্দীন সাথী। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।”

তিনি আরও যোগ করেন, “আগামীকাল তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে।”

প্রসঙ্গত, গত ১ সেপ্টেম্বর রাতে যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় নাসির উদ্দীন সাথীর নাম অন্তর্ভুক্ত হয়। একই মামলায় আসামি করা হয়েছে তার ছেলে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আরও ২৫ জনকে।

থানা সূত্রের তথ্যমতে, “হত্যার অভিযোগে করা এ মামলায় প্রধান আসামি করা হয়েছে শেখ হাসিনাকে। আসামির তালিকায় ২ নম্বরে রয়েছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং ৩ নম্বরে সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন।”

তালিকায় তৌহিদ আফ্রিদি আছেন ১১ নম্বরে এবং তার বাবা নাসির উদ্দীন সাথী আছেন ২২ নম্বরে। মামলায় মোট ২৫ জনের নাম উল্লেখ করা হলেও অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।