১৪ আগস্ট ২০২৫, ০৮:৪১ এ.এম

লাম্পেদুসার কাছে নৌকাডুবি: ২৬ অভিবাসীর মৃত্যু, নিখোঁজ আরও বহুজন

লাম্পেদুসার কাছে নৌকাডুবি: ২৬ অভিবাসীর মৃত্যু, নিখোঁজ আরও বহুজন

ইতালির দক্ষিণ উপকূলের লাম্পেদুসার কাছে দুটি নৌকা ডুবে অন্তত ২৬ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। খবর আলজাজিরার।

বুধবার (১৩ আগস্ট) উদ্ধারকর্মীরা সমুদ্র থেকে ৬০ জনকে জীবিত উদ্ধার করেন। এর মধ্যে ৫৬ জন পুরুষ ও ৪ জন নারীকে লাম্পেদুসায় নিয়ে যাওয়া হয়। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর মুখপাত্র ফ্লাভিও দি জিয়াকোমো বলেন, “দুই নৌকায় প্রায় ৯৫ জন ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।” তিনি আরও জানান, এর মানে এখনো প্রায় ৩৫ জন হয়তো মৃত, নয়তো নিখোঁজ। নৌকাগুলো লিবিয়া থেকে যাত্রা করেছিল।

প্রাথমিক তথ্যে জানা যায়, যাত্রা শুরু হওয়ার কিছু সময় পর একটি নৌকায় পানি ঢুকে পড়লে কয়েকজন যাত্রী অন্য নৌকায় ওঠেন। পরে খারাপ আবহাওয়ার মধ্যে সেটি উল্টে যায়।

ইতালির রেড ক্রস জানিয়েছে, উদ্ধার হওয়া অধিকাংশ যাত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন ইতালীয় সরকার অভিবাসন ঠেকাতে কঠোর পদক্ষেপ নিয়েছে এবং মানবপাচারকারীদের শাস্তি আরও কঠোর করেছে।

জাতিসংঘের পরিসংখ্যান অনুসারে, চলতি বছরের শুরু থেকে ভূমধ্যসাগরের মধ্যাঞ্চল হয়ে ইউরোপে যাওয়ার পথে অন্তত ৬৭৫ জন প্রাণ হারিয়েছেন।