১৪ আগস্ট ২০২৫, ০৭:৪২ এ.এম

মধ্যরাতে ডুয়েট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

মধ্যরাতে ডুয়েট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বুধবার (১৩ আগস্ট) রাত ১টায় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। এর আগে গত ১০ আগস্ট অনুষ্ঠিত হয় ভর্তি পরীক্ষা। এবারের পরীক্ষায় ৭৫০টি আসনের বিপরীতে অংশ নেয় ৬ হাজার ৪২৩ জন শিক্ষার্থী, ফলে প্রতি আসনের জন্য প্রতিযোগিতা করেছেন প্রায় ৯ জন।

ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় দুই শিফটে। সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রথম শিফটে সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হয়। আর দ্বিতীয় শিফটে দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয় ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের পরীক্ষা।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সিভিল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও টেক্সটাইল বিভাগে প্রতিটি ১২০টি করে মোট ৬০০টি আসন রয়েছে। এছাড়া আর্কিটেকচার, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন, কেমিক্যাল, ফুড এবং ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রতিটি ৩০টি করে মোট ১৫০টি আসন বরাদ্দ রয়েছে।