১৩ আগস্ট ২০২৫, ০১:২৪ পি.এম

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, পাঁচ হাজার পরিবার পানিবন্দি

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, পাঁচ হাজার পরিবার পানিবন্দি

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে। এতে ডিমলা ও জলঢাকার অন্তত ১০ ইউনিয়নের প্রায় পাঁচ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

বুধবার (১৩ আগস্ট) সকাল ৬টায় ডালিয়ায় পানির স্তর রেকর্ড করা হয় ৫২.২২ মিটার, যা বিপৎসীমা ৫২.১৫ মিটারের চেয়ে বেশি।

ডালিয়া ডিভিশনের উপ-সহকারী প্রকৌশলী তহিদুল ইসলাম বলেন, “ভারতের উজানে ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। নিম্নাঞ্চল ও চরগ্রামগুলো এরই মধ্যে প্লাবিত হয়েছে। ধারণা করছি, সন্ধ্যার মধ্যেই পানি আরও বাড়তে পারে।”

পরিস্থিতি মোকাবিলায় তিস্তা ব্যারাজের সব ৪৪টি স্লুইসগেট খুলে দেওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, “সতর্কাবস্থায় থেকে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।”

পূর্ব ছাতনাই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাফিজুর রহমান জানান, “সবচেয়ে বড় চর গ্রাম ঝাড়সিংশ্বরসহ বেশ কিছু গ্রামে বন্যার পানি ঢুকে পড়েছে। ফসলি জমি তলিয়ে গেছে, গবাদিপশুর নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা বাড়ছে।”

প্রভাব পড়েছে লালমনিরহাটের হাতিবান্ধা ও কালিগঞ্জেও, যেখানে চর ও গ্রামগুলোতে হাঁটু সমান পানি প্রবেশ করেছে।

ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, “গতকাল পর্যন্ত তিস্তার পানি বিপৎসীমার নিচে ছিল। তবে আজ সকাল থেকে তা ৭ সেন্টিমিটার ওপরে রয়েছে। পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে, তাই আমরা স্লুইসগেট খোলা রেখেছি এবং সতর্ক অবস্থানে আছি।”