নির্বাচন কমিশনের (ইসি) প্রাথমিক যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ হয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ ১৬টি রাজনৈতিক দল।
রোববার, ১০ আগস্ট, নির্বাচন কমিশন এই তথ্য নিশ্চিত করে জানায়, মাঠ পর্যায়ের তদন্ত প্রতিবেদন হাতে পেলেই নিবন্ধনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এবার রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য মোট ১৪৫টি দল ইসির কাছে আবেদন করে। তবে প্রাথমিক যাচাই-বাছাইয়ে বেশিরভাগ দল উত্তীর্ণ হতে না পারায়, ইসি ৩ আগস্ট পর্যন্ত তথ্য ঘাটতি পূরণের সুযোগ দেয়।
এরপর ৮০টি দল প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে। তাদের মধ্য থেকে প্রাথমিক শর্ত পূরণ করে ১৬টি দল নির্বাচিত হয়।
আইন অনুযায়ী, নিবন্ধন পেতে হলে একটি দলের কেন্দ্রীয় কমিটির পাশাপাশি দেশের এক-তৃতীয়াংশ জেলা এবং কমপক্ষে ১০০টি উপজেলা কমিটি থাকতে হয়। প্রতিটি কমিটির পক্ষে কমপক্ষে ২০০ জন ভোটারের সমর্থনের প্রমাণও প্রয়োজন।
এছাড়া, দলটির কেউ যদি সংসদ সদস্য হয়ে থাকেন বা আগের নির্বাচনে অন্তত পাঁচ শতাংশ ভোট পেয়ে থাকেন, তাহলেও তা নিবন্ধনের যোগ্যতা হিসেবে বিবেচিত হয়।
প্রাথমিক যাচাইয়ে এসব প্রধান শর্তসহ অন্যান্য বিধিবিধান মেনে চলার বিষয়গুলোই গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হয়।