১১ আগস্ট ২০২৫, ১২:০০ এ.এম

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ডকু-ড্রামা ‘৩৬ জুলাই’ মঞ্চস্থ হবে সোমবার

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ডকু-ড্রামা ‘৩৬ জুলাই’ মঞ্চস্থ হবে সোমবার

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আগামীকাল সোমবার (১১ আগস্ট) সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হতে যাচ্ছে ডকু-ড্রামা ‘৩৬ জুলাই’। নাটকটির রচয়িতা ও নির্দেশক আব্দুল্লাহ খান।

২৫ মিনিট দৈর্ঘ্যের এই প্রযোজনায় ২০১৮ সালের জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঘটে যাওয়া বাস্তব ঘটনা ও প্রেক্ষাপট নাট্যরূপ পেয়েছে। তুলে ধরা হয়েছে—শিক্ষার্থীদের ওপর হামলা, ‘রাজাকার’ ট্যাগ দেওয়া, ইন্টারনেট সেবা বন্ধ, শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধ ও শাহাদাতের আত্মত্যাগ, হেলিকপ্টার থেকে গুলি ছোড়া, এবং বৈষম্য ও দুর্নীতিমুক্ত দেশের স্বপ্ন—যা তখনকার তরুণদের আকাঙ্ক্ষা ছিল।

ডকু-ড্রামাটি মঞ্চস্থ করছে তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু)-এর সাংস্কৃতিক সংগঠন ‘তুরাগ শিল্পীগোষ্ঠী’।

অভিনয় ও কারিগরি দল:

নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন:
আব্দুল্লাহ আল মাহি, তারেক আল আজিজ, আব্দুল্লাহ সরদার, তালহা জুবায়ের, আতিফ, রিয়াদ, জুবায়ের বিন আলতাফ, মুনিম, আজিজুল, নকিব, শিহাব, মুনাব্বির, সাবিন জুনায়েদ, সাদ, আরিফ, ইরফান, তাওহীদ, তাসনিম, লাবিব, তাওসিফ ও তাহসিন।

নেপথ্য কলাকুশলীরা হলেন:
সাউন্ড: শাখাওয়াত হোসাইন
লাইট: কামরান তাসনিম
ভোকাল ও সংগীত: সাইদুল, লাবিব, মুশফিক, আলী, আহসান, আব্দুর রহমান ও আবু নাইম
পরিচালনাক: সাজ্জাদ হোসাইন
সহকারী পরিচালক: আরিফুজ্জামান

প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত। প্রবেশের জন্য টিকিট সংগ্রহ করা যাবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির টিকিট কাউন্টার থেকে।