৯ আগস্ট ২০২৫, ১১:৫২ পি.এম

জোহর প্রদেশের প্রবাসীদের জন্য বিশেষ পাসপোর্ট সেবা ঘোষণা

জোহর প্রদেশের প্রবাসীদের জন্য বিশেষ পাসপোর্ট সেবা ঘোষণা

মালয়েশিয়ার জোহর প্রদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ ব্যবস্থায় পাসপোর্ট সেবা চালু করতে যাচ্ছে বাংলাদেশ হাইকমিশন। দীর্ঘদিন ধরে অপেক্ষমাণ ই-পাসপোর্ট আবেদন ও বিতরণ কার্যক্রম এবার ৯ ও ১০ আগস্ট অনুষ্ঠিত হবে।

শুক্রবার (৮ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে হাইকমিশন জানায়, রাজ্যে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সুবিধার্থে দুই দিনের জন্য বিশেষ সেবা কার্যক্রম পরিচালনা করা হবে। এ সময় ই-পাসপোর্টের আবেদন গ্রহণ, বায়ো-এনরোলমেন্ট এবং হাতে হাতে পাসপোর্ট ডেলিভারি দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৬ ও ২৭ জুলাই ২০২৫ তারিখে জোহর বাহরুতে নির্ধারিত ই-পাসপোর্ট সেবা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছিল। সেবা স্থগিতের ফলে প্রবাসীরা যে অসুবিধার মুখোমুখি হয়েছেন, তার জন্য হাইকমিশন আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

স্থগিত হওয়া সেই কার্যক্রমের বিকল্প হিসেবে ৯ ও ১০ আগস্ট জোহর বাহরুর অগ্রণী রেমিট্যান্স হাউজে এই বিশেষ সেবা দেওয়া হবে। প্রতিদিন স্থানীয় সময় সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আবেদন ও বিতরণ কার্যক্রম চলবে।

যেসব প্রবাসী বাংলাদেশি ২৬–২৭ জুলাই বা ৯–১০ আগস্ট তারিখের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন, তারা এই সময়ের মধ্যে এসে পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন। বিশেষ করে ২৬–২৭ জুলাই নির্ধারিত আবেদনকারীদের নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার প্রয়োজন নেই; তারা সরাসরি এসে নির্ধারিত সময়েই সেবা গ্রহণ করতে পারবেন।

বাংলাদেশ হাইকমিশন জানায়, এ উদ্যোগের লক্ষ্য হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের হয়রানি ও সময় অপচয় কমানো এবং দ্রুত পাসপোর্ট সেবা নিশ্চিত করা। একই সঙ্গে প্রবাসীদের সহযোগিতা ও ধৈর্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে হাইকমিশন।