গাজীপুরে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় নতুন তথ্য পাওয়া গেছে। শুরুতে ধারণা করা হয়েছিল, চাঁদাবাজি সংক্রান্ত নিউজ করার কারণেই এই হত্যাকাণ্ড ঘটেছে। তবে সিসিটিভি ফুটেজ পর্যালোচনার পর পুলিশ জানায়, এর পেছনে রয়েছে নারী-সংক্রান্ত বিষয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এডিসি রবিউল ইসলাম জানান, “বৃহস্পতিবার সন্ধ্যায় চান্দনা চৌরাস্তায় এক মহিলাকে মারধর করার সময় সাংবাদিক তুহিন তার মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ করছিলেন। এ সময় হামলাকারীরা তাকে ভিডিও মুছে ফেলার জন্য চাপ দেয়। তুহিন ঘটনাস্থল থেকে চলে গেলেও হামলাকারীরা তাকে অনুসরণ করে এবং পরে একটি চায়ের দোকানে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।”
পুলিশ আরও জানিয়েছে, হামলাকারীদের ইতোমধ্যেই শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। এখনো পর্যন্ত ৫ জনকে আটক করেছে পুলিশ।
এদিকে নিহত সাংবাদিক তুহিনের জানাজা গাজীপুরের চান্দনা চৌরাস্তা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে।