রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে স্পিকারের তারে আগুন ছড়িয়ে পড়ায় অন্তত ১২ জন দগ্ধ হয়েছেন। আগুনের সূত্রপাত ঘটে আগুনসহ বেলুন স্পিকারের বৈদ্যুতিক তারে পেঁচিয়ে যাওয়ার পর।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে ঘটনাটি ঘটে। হঠাৎ আগুনের বিস্তার ঘটলে অনুষ্ঠানে উপস্থিত সঞ্চালক মাইক্রোফোনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তিনি জানান, “স্পিকারের তারে আগুন ধরে গেছে। আয়োজকরা বিষয়টি দেখুন।” একই সঙ্গে উপস্থিত দর্শনার্থীদের উদ্দেশে অনুরোধ করেন, “স্পিকারের বক্স থেকে দূরে সরে যান।”
দগ্ধদের মধ্যে বেশ কয়েকজনকে বিকেল তিনটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়। ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, ইলেকট্রিক তারের সঙ্গে আগুনসহ বেলুন জড়িয়ে পড়ায় মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং কয়েকজন আহত হন। পরবর্তীতে আয়োজকরা দ্রুত ব্যবস্থা নিয়ে আগুন নেভান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থল ঘুরে দেখা গেছে, “বেলুন-আগুন সরিয়ে ফেলা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, গত বছরের এই দিনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের সময় স্মরণীয় করে রাখতে আয়োজনটি করা হয়।