৩ আগস্ট ২০২৫, ১২:০৯ এ.এম

চাঁদাবাজির অভিযোগে টাঙ্গাইলে তিন বিএনপি নেতা বহিষ্কার

চাঁদাবাজির অভিযোগে টাঙ্গাইলে তিন বিএনপি নেতা বহিষ্কার

উড়োচিঠিতে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা বিএনপির সেই তিন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। শনিবার (২ আগষ্ট) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে টাঙ্গাইল জেলা বিএনপি বিষয়টি অবহিত করে। 

টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক এড. ফরহাদ ইকবাল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘‘দলীয় শৃঙ্খলা এবং দলের আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে মো. জুবায়ের, সাংগঠনিক সম্পাদক, শহর বিএনপি, টাঙ্গাইল ও সাধারণ সম্পাদক, ৭ নং ওয়ার্ড বিএনপি; গোলাম রব্বানী, ধর্মবিষয়ক সম্পাদক, শহর বিএনপি, টাঙ্গাইল ও সভাপতি ৮ নং ওয়ার্ড বিএনপি; মো. শাহ আলম, সদস্য, শহর বিএনপি, টাঙ্গাইল ও সাধারণ সম্পাদক, ৮ নং ওয়ার্ড বিএনপি-- এই তিনজনকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।’’

এর আগে শনিবার (২ আগষ্ট) চাঁদাবাজির অভিযোগে বিএনপির এই তিন নেতাসহ ৫ জনকে গ্রেফতার করে টাঙ্গাইল জেলা পুলিশ।

উল্লেখ্য, 'চাঁদা দে, নইলে জীবন দে' স্লোগানে গঠিত অপরিচিত Killer Gang (হত্যাকারী দল) নামের স্বঘোষিত সন্ত্রাসী সংগঠনের নাম ভাঙিয়ে বিএনপি নেতাসহ কয়েকজন টাঙ্গাইল সদর উপজেলার সন্তোষ এলাকায় উড়োচিঠি দিয়ে আজহারুল ইসলাম নামের এক মাছ ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি দেয় তারা। জানা যায়, বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে ভুক্তভোগী আজহারুল ইসলামের এক কর্মচারীর হাতে অচেনা এক ব্যক্তি একটি চিঠি নিয়ে আসেন। শুক্রবার (১ আগস্ট) সকালে কর্মচারী সেই চিঠি আজাহারুল ইসলামকে দিলে তিনি সেটি পড়ে হতভম্ব হয়ে যান। চিঠিটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। উড়োচিঠিতে বলা হয়েছে, আগামী ৩ আগস্ট, রোজ রবিবার, রাত ৭ ঘটিকার সময় একটি শপিং ব্যাগে করে কাগমারী মাহমুদুল হাসান সাহেবের বাসার সামনে থাকা গাছের নিচে ৫ লাখ টাকা চাঁদা রেখে আসতে হবে। এর ব্যত্যয় ঘটলে হত্যা করা হবে।