২ আগস্ট ২০২৫, ০৯:২৬ পি.এম

দৈনিক জনকণ্ঠে ফের ‘র’-এর প্রভাব

দৈনিক জনকণ্ঠে ফের ‘র’-এর প্রভাব

দৈনিক জনকণ্ঠে ফের ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ (RAW)-এর প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে। পত্রিকাটির অনলাইন সংস্করণে প্রকাশিত সংবাদে এ দাবি করা হয়েছে।

উক্ত প্রতিবেদনে বলা হয়েছে, ‘‘মালিকের হাত ধরে জনকণ্ঠে আবারো সক্রিয় হয়েছে ‘র’। ৩১ জুলাই রাত থেকেই জনকণ্ঠের মালিক অফিসের হোয়াটাসঅ্যাপ গ্রুপগুলোতে সক্রিয় ছিল, সে সময় বিভিন্ন সাংবাদিককে ফোন দিয়ে হেনস্তার সাথে কিছু ভারতীয় নাম্বারের ব্যক্তিকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে, যাদের কর্মকাণ্ড ছিল রহস্যজনক। সেই সাথে ১ আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগের শোক প্রস্তাবের সাথে একাত্মতা প্রকাশ করে ফটোকার্ড লাল থেকে কালো করে ফেসবুকে খবর প্রচার করা হয়। যার প্রতিবাদ জানায় সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারীরা।’’ 

মালিকপক্ষের এমন কাজ পত্রিকাটির অভ্যন্তরে কর্মরত সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারীদের মাঝে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। তারা এ ধরনের পক্ষপাতদুষ্ট অবস্থানকে পত্রিকার স্বাধীন সম্পাদকীয় নীতিমালার পরিপন্থী বলে আখ্যা দেন ও প্রতিবাদ অব্যাহত রাখেন।

এই প্রতিবাদের জের ধরে পত্রিকাটির সম্পাদক শামিমা এ খান ‘জুলাই বিপ্লব’ সমর্থনকারী অন্তত ২০ জন সাংবাদিককে তাৎক্ষণিকভাবে চাকরিচ্যুত করেন। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক যৌথ বিবৃতিতে জনকণ্ঠের সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারীরা ঘোষণা দেন যে, “এই বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত জনকণ্ঠের সকল কার্যক্রম বন্ধের ঘোষণা করছি। এরপরও যদি কেউ দায়িত্ব নিয়ে পত্রিকা বের করেন তাহলে অবশ্যই নিজ দায়িত্বে বের করবেন।”

এছাড়া তারা আরও উল্লেখ করেন, “আগস্ট উপলক্ষে স্বৈরাচারের দোসর জনকণ্ঠ পত্রিকা গতকাল কালো রঙ ধারণ করেছিল। তার প্রতিবাদে আমরা লাল রঙ দিয়ে আজ পত্রিকাটি বের করার কারণে জুলাই বিপ্লবের পক্ষে থাকা সকল সাংবাদিকদের চাকরিচ্যুত করেছে পত্রিকাটির সম্পাদক শামিমা এ খান।”

এই ঘটনার পর থেকে দৈনিক জনকণ্ঠ আপাতত তার নিয়মিত সংবাদ কার্যক্রম বন্ধ রেখেছে। পত্রিকাটির ভবিষ্যৎ অবস্থান ও কর্মপরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট মহলে উদ্বেগ দেখা দিয়েছে।