ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয়ে গার্মেন্টসকর্মীদের বহনকারী একটি বাসের সাথে ট্রাকের সংঘর্ষে তিন নারী নিহত হয়েছেন। আহত হয়েছে কমপক্ষে ২০ জন। হতাহতদের পরিচয় এখনো জানা যায়নি।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার বোয়ালী ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বরংগাইল হাইওয়ে থানার ওসি মো. ইব্রাহিম হোসেন জানান, উপজেলার বোয়ালী ব্রিজ এলাকায় মানিকগঞ্জের নয়াডিঙ্গি এলাকায় অবস্থিত তারাসীমা কারখানার পোশাক শ্রমিকদের একটি বহনকারী বাস ও আরিচাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় ও ট্রাকটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।
তিনি জানান, এ ঘটনায় তিন নারী নিহত হয়েছেন এবং ২০ পোশাক শ্রমিক আহত হয়েছেন। তাদের উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রতিমুহূর্ত/নীল/আল-আমিন