২৯ জুলাই ২০২৫, ০৮:৫৫ এ.এম

মারধর করার বিতর্কে তাসকিন, থানায় অভিযোগ

মারধর করার বিতর্কে তাসকিন, থানায় অভিযোগ

সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ ঝড় ওঠে এবং সেটা সোমবারের সকাল পার হতেই। ক্রিকেটপ্রেমীরা—বিশেষ করে যারা নিয়মিত ফেসবুকে সক্রিয়—তাদের মধ্যে শুরু হয় নানা আলোচনা, গুঞ্জন। জানা যায়, জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে তার এক বন্ধু থানায় অভিযোগ করেছেন, মারধরের অভিযোগে।

এই খবরে ভক্তদের মধ্যে দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া। কেউ বিশ্বাস করতে পারছিলেন না, আবার কেউ হতাশ হয়ে বলতে শুরু করেন, "তাসকিনও কি তাহলে সেই বিতর্কিত ক্রিকেটারদের তালিকায় চলে গেলেন?" এর আগেও নাসির হোসেন, রুবেল হোসেন, শাহাদাত হোসেন কিংবা সাব্বির রহমান নানা সময়ে নানা বিতর্কে জড়িয়েছেন—তাদের সাথে তাসকিনের পার্থক্য তাহলে কোথায়?

সোমবার দুপুর নাগাদ বিষয়টি নিয়ে ফেসবুকজুড়ে নেতিবাচক প্রতিক্রিয়ার ঝড় ওঠে। তবে অনেকে আবার একটু থেমে ভাবেন, "তাসকিন আসলেই কি এমন কিছু করেছেন? সত্যিই কি তিনি এ ঘটনায় জড়িত?"

দিন গড়াতেই বিসিবির (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) কাছে নিজের অবস্থান পরিষ্কার করেন তাসকিন আহমেদ। তিনি জানান, “আমি সরাসরি ওই ঘটনার সঙ্গে জড়িত নই। আমার পরিচিতদের মধ্যে দুটি পক্ষের মধ্যে ঝামেলা হয়েছিল। একটি পক্ষ আমাকে থানায় যোগাযোগ করতে বলে, আমি তখন মিরপুর থানার অফিসার ইন চার্জকে ফোন দিই। এরপর অপর পক্ষ ক্ষুব্ধ হয়ে আমাকে জড়িয়ে থানায় সাধারণ ডায়েরি করে।”

এরপর সন্ধ্যার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে তাসকিন একটি স্ট্যাটাস দেন, যেখানে তিনি পুরো ঘটনাকে ‘ভিত্তিহীন’ ও ‘গুজব’ বলে উল্লেখ করেন।