২৬ জুলাই ২০২৫, ১০:২৩ এ.এম

ফের ইসরায়েলের ওপর ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা

ফের ইসরায়েলের ওপর ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা

ইয়েমেন থেকে ইসরায়েলের উদ্দেশ্যে পুনরায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করতে সক্ষম হয়েছে। খবর: আনাদুলু।

সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, "ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে সাইরেন বাজার পর, ইসরায়েলি বিমান বাহিনী ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।"

ইসরায়েলি দৈনিক ইয়েদিয়োথ আহারোনোথ জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের কারণে দক্ষিণ নেগেভ ও মৃত সাগর অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজে। এর মধ্যে আরাদ, কিরিয়াত আরবা ও আইন গেদি এলাকায় সাইরেন শোনা গেছে।

হুতি বিদ্রোহী গোষ্ঠী ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বৃদ্ধি করেছে। বিশেষ করে, গত মার্চে গাজায় দুই মাসের অস্থায়ী যুদ্ধবিরতির পর ইসরায়েল যখন নতুন করে সামরিক অভিযান শুরু করে, তখন থেকেই হুতিদের আক্রমণের মাত্রা বেড়ে যায়।

২০২৩ সালের নভেম্বর থেকে হুতিরা লোহিত সাগর, অ্যাডেন উপসাগর এবং আরব সাগরের বাণিজ্যিক জাহাজগুলোকেও লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। তাদের দাবি, গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি নিপীড়নের প্রতিবাদে তারা এসব হামলা চালাচ্ছে।

জাতিসংঘ ও ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৫৯ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

হুতিদের এসব হামলার জবাবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র একাধিকবার ইয়েমেনে বিমান হামলা চালালেও, হুতিদের আক্রমণ এখনো সম্পূর্ণরূপে থামেনি।