২৫ জুলাই ২০২৫, ০৬:৩৭ পি.এম

কৃপণের কলা কেনা

কৃপণের কলা কেনা

শ্যামল সাহেব ভীষণ মিতব্যয়ী, তবে একটু বেশিই কৃপণ বলা যায়। একদিন গেলেন বাজারে কলা কিনতে।

শ্যামল সাহেব: ভাই, এই ছোট্ট কলার দাম কত?
বিক্রেতা: তিন টাকা।
শ্যামল সাহেব: দুই টাকায় দেবেন না?
বিক্রেতা (হতভম্ব হয়ে): আরে মশাই, এই কলার খোসার দামই দুই টাকা!
শ্যামল সাহেব (চটজলদি পকেট থেকে এক টাকা বের করে): তাহলে এই নাও এক টাকা, খোসাটা রেখে দিন, শুধু কলাটুকু দিন আমাকে!

এই কথা শুনে পাশের লোকজন হেসে লুটোপুটি খায়!