২২ জুলাই ২০২৫, ০৯:১৯ এ.এম

১২ দলীয় জোটে মতানৈক্য, জাগপাকে বহিষ্কার

১২ দলীয় জোটে মতানৈক্য, জাগপাকে বহিষ্কার

অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে মতবিরোধের কারণে ১২ দলীয় জোট থেকে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) কে অব্যাহতি দেওয়া হয়েছে।

গতকাল সোমবার (২১ জুলাই) জোটের সমন্বয়কারী ও জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, "আমরা গভীর দুঃখ ও পরিতাপের সহিত লক্ষ্য করছি যে দীর্ঘদিন যাবত ১২ দলীয় জোটের কর্মকাণ্ডে অসহযোগিতা এবং গৃহীত সিদ্ধান্ত ও নীতিমালা পরিপন্থি কার্যকলাপ পরিচালনা করা এবং জোটের শৃঙ্খলা ভঙ্গের দরুন জোটের সিদ্ধান্ত মোতাবেক জাতীয় গণতান্ত্রিক পার্টিকে (জাগপা) জোটের সদস্য থেকে অব্যাহতি দেওয়া হলো।"

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, "জাগপার ভবিষ্যৎ কর্মকাণ্ডে ১২ দলীয় জোটের কোনো দায় থাকবে না।"

জোট নেতারা জানান, জাগপা দীর্ঘদিন ধরে বিভিন্ন কর্মসূচিতে জোটের শৃঙ্খলা মেনে চলছিল না।