২২ জুলাই ২০২৫, ১২:০২ এ.এম

শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের জন্য পাহাড়ি-বাঙালি ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম

শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের জন্য পাহাড়ি-বাঙালি ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, পাহাড়ের উন্নয়নে সব জনগোষ্ঠীর মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার কোনো বিকল্প নেই। সোমবার (২১ জুলাই) দুপুর ৩টায় খাগড়াছড়ির শাপলা চত্বরের মুক্তমঞ্চে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, ‘‘একটি রাষ্ট্র কত বেশি বৈচিত্র্য ধারণ করতে পারে, তার ওপরই রাষ্ট্রের মর্যাদা ঠিক হয়। ৭২-এর সংবিধানে সেটিকে অস্বীকার করা হয়েছে। পাহাড়ি জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি সেই সংবিধানে নিশ্চিত করা হয়নি। সেখানে জাতির সঙ্গে জাতির বিদ্বেষ, ধর্মের সঙ্গে ধর্মের পার্থক্য, সেক্যুলারিজমের সঙ্গে ইসলামের বিভেদ; এ ধরনের নানা বিভেদ জিইয়ে রাখা হয়েছে।‘‘

এর আগে দুপুর আড়াইটার দিকে এনসিপি নেতারা খাগড়াছড়িতে এসে পৌঁছান। পরে শহরের মহাজন পাড়া থেকে পদযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপির খাগড়াছড়ি জেলা সমন্বয়ক মনজিলা ঝুমা এবং পরিচালনায় ছিলেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়কারী নাসীরউদ্দীন পাটোয়ারীসহ অন্যান্য নেতারা।

সমাবেশ শেষে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের আত্মার শান্তি কামনা ও আহতদের দ্রুত আরোগ্য লাভে দোয়া পরিচালনা করেন এনসিপির সদস্য মুফতি ইনজামুল হক।

এর আগে জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে চট্টগ্রামের কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার বাঘগুজারা এলাকায় শহীদ ওয়াসিমের কবর জেয়ারত করেন নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় নেতারা। পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল মোস্তফা জানান, ‘‘সকাল সাড়ে ৬টার দিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় নেতারা শহীদ ওয়াসিমের কবর জেয়ারত করেন।‘‘

অন্যদিকে উত্তরার বিমান দুর্ঘটনার প্রেক্ষাপটে এনসিপির ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার পদযাত্রা কর্মসূচি স্থগিত করা হয়েছে। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্রীয় নেতাদের এসব জেলায় অংশ নেওয়ার কথা থাকলেও তা বাতিল করা হয়। বিকালে এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য এহসানুল মাহবুব জোবায়ের জানান, ‘‘উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় সবাই শোকে স্তব্ধ। দলের কেন্দ্রীয় নেতারা খাগড়াছড়িতে পদযাত্রা শেষে ফেনীর উদ্দেশে রওনা হয়েছিলেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে কোনো ধরনের কর্মসূচি পালনের সুযোগ নেই। এনসিপির নেতারা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।‘‘