২১ জুলাই ২০২৫, ০৬:০০ পি.এম

উত্তরায় বিমান দুর্ঘটনা: পাইলটসহ নিহতদের সংখ্যা বেড়ে ২৭, আহত ১৭১

উত্তরায় বিমান দুর্ঘটনা: পাইলটসহ নিহতদের সংখ্যা বেড়ে ২৭, আহত ১৭১

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে আজ (২১ জুলাই, সোমবার) বিধ্বস্ত হয়। এতে পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরসহ মৃতের সংখ্যা শেষ খবর পাওয়া পর্যন্ত ২৭ জনে দাঁড়িয়েছে এবং আহতের সংখ্যা ১৭১ জন। আহত বেশিরভাগের অবস্থা আশংকাজনক। অগ্নিদগ্ধদের জাতীয় বার্ন ইনস্টিটিউট, সিএমএইচসহ রাজধানীর আরো কয়েকটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাতীয় বার্ন ইনস্টিটিউটে চালু করা হয়েছে হটলাইন।

জাতীয় বার্ন ইনস্টিটিউট হটলাইন নম্বর: 01949043697

এদিকে, মৃতের সংখ্যা আরো বাড়ার শঙ্কা রয়েছে। বর্তমানে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট। সেই সঙ্গে উদ্ধার তৎপরতা ও আইনশৃঙ্খলা রক্ষায় যোগ দিয়েছে ২ প্লাটুন বিজিবি। দুপুর ১টা ২২ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। বর্তমানে উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর ও পূর্বাচল ফায়ার স্টেশনের ১০টি ইউনিট কাজ করছে।