২১ জুলাই ২০২৫, ০৫:৩২ পি.এম

বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় আগামীকাল এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় আগামীকাল এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় আগামীকাল মঙ্গলবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

এ উপলক্ষে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। একই সঙ্গে সরকারি ও বেসরকারি ভবনসহ বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতেও জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হবে। নিহত ও আহতদের স্মরণে দেশের সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করার ঘোষণা দেওয়া হয়েছে।