২৪ অক্টোবর ২০২৪, ১২:০০ এ.এম

মাওলানা হাবিবুর রহমান সিলেট জেলা জামায়াতের আমীর নির্বাচিত

মাওলানা হাবিবুর রহমান সিলেট জেলা জামায়াতের আমীর নির্বাচিত

সিলেট: বিশিষ্ট আলেমে দ্বীন, শিক্ষানুরাগী ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা হাবিবুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার আমীর নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ১০টার দিকে ঢাকার মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠকে সারাদেশের জেলা ও মহানগরী পর্যায়ের জামায়াত আমিরদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি দেশের বিরাজমান পরিস্থিতি ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।